পানামার জগলাবৃত্ত গাতুন লেকে বেড়াতে গিয়ে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সাত তরুণ-তরুণী।
স্থানীয় সময় শনিবার জলাধার থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এর পরই তাদের হত্যার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ।
উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে রয়েছে চার তরুণী ও তিন তরুণ। এদের সবার বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে।
পানামার রাজধানী পানামা সিটির ৮০ কিলোমিটার উত্তরে অরণ্যবেষ্টিত গাতুন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
১৪ জনের একটি দল লেকটিতে বেড়াতে গেলে অস্ত্রধারী দুই ব্যক্তি হামলা চালালে সাতজন পালিয়ে বাঁচলেও নিহত হন বাকি সাতজন।
হামলাকারী একজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে কেন এ হামলা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সূত্র-যুগান্তর