জীবনের সব মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ফুটবলের অবিসংবাদিত সম্রাট পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মৃত্যুতে শোক নেমে এসেছে সমগ্র ক্রীড়াজগতে।
মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক তারকা ফুটবলার। ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো বলেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’
পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওয়ান্ডোভস্কি ফেসবুকে লেখেন, ‘স্বর্গ একটি নতুন নক্ষত্র পেল, আর ফুটবল দুনিয়া হারাল একজন নায়ককে।’
ইংলিশ খেলোয়াড় রাহিম স্টার্লিং লিখেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’ ওয়ালসের তারকা গ্যারেথ বেল লিখেছেন, ‘যার কারণে আমরা অনেকেই ফুটবলকে ভালোবাসি। শান্তিতে ঘুমান কিংবদন্তি।’
এছাড়া পেলের মৃত্যুতে শোক জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছে আর্লিং হালান্ড, ইংলিশ ফুটবলার হ্যারি কেইন, সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম ও ওয়েইন রুনির মতো তারকারাও।
সূত্র: ইত্তেফাক