করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক কাজ করে চলেছেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
রমজানের আগে থেকেই পৌর সভার প্রতিটি ওয়ার্ডে বসবাসরত প্রত্যেক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছেন খাদ্য সামগ্রী। যা এখনো চলমান রয়েছে। করোনা আতঙ্ক ও রমজানের ক্লান্তি উপেক্ষা করে এ পর্যন্ত প্রায় ৯ হাজার পরিবারকে দিয়েছেন খাদ্য সহায়তা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মল্লিক পাড়ায় ২৮০ কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে খাবার সামগ্রী বিতরন করা হয়েছে।
খাবার সমাগ্রী বিতরনকালে সহযোগীতা করেন পৌর কাউন্সিলর ইভান, সৈয়দ আব্দুল্লাহ হেল বাপ্পি, নুরুল আশরাফ রাজিব, যুবলীগ নেতা আমানুর রহমান সোহেল, শেখ সারাফাত, আফজাল হোসেন লিখন, রোকন,সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ সহ পৌরসভার কর্মচারীগন।
মেপ্র/এমএফআর