উঠবে আবার নীতির রবি করবে আধার দূর,
এদেশ আবার রূপ নেবে ঠিক মনের স্বপ্নপুর।
ছুটবে সেদিন ভ্রান্তি যতো খুব গুটিয়ে লেজ,
এদেশ থেকে মুছে যাবে সব ছলনার তেজ।
পতন হবে মিথ্যাচার আর দুষ্ট লোকেদের,
মানব বুকে মানবতা বাঁধবে বাসা ফের।
মান পাবে জন পাওনা যতো করলে কোনো কাজ,
সব জনতার হৃদয় জুড়ে প্রত্যাশা এই আজ।