প্রবাসেতে আছি পড়ে
দুখ কষ্ট নিয়ে,
সবার মনে হাসি ফোটাই
টাকা পয়সা দিয়ে।
মাগো আমি ব্যথায় মরি
রেখে তোমায় দূরে,
তোমার স্মৃতি ভাসলে চোখে
কাঁদি করুণ সুরে।
বিয়ে করে প্রবাস এসে
নয় তো আমি সুখী,
মাঝে মাঝে বলে মনে
আমি অনেক দুখী।
বউ যে তুমি সেবা করো
আমার প্রিয় মাকে,
প্রবাস থেকে দেখি এসে
মায়ে দুখে থাকে।
মায়ের সেবা করতে হবে
শান্তি পেতে হলে,
জান্নাত আছে সেবা করলে
মায়ের পদ তলে।