ঘুম ভেঙে যায় মুয়াজ্জিনের মধুর আজান শুনে
পাখ-পাখালির কিচিরমিচির ভেসে আসে কানে।
প্রভাত হলে ফুলবাগানে যাই আমি ভাই ছুটে
পরিবেশটা লাগে দারুন কৃষক যাবে মাঠে।
সাজের বেলা অনেক দারুন মনে জাগে খুশি
সবুজ-শ্যামল বাংলা আমার অনেক ভালোবাসি।
মিষ্টি রোদে মন ভরে যায় ফুলের ঘ্রাণ পাই
চ্যালেঞ্জ করি এমন দেশটি আর কোথাও নাই।
প্রজাপতি ফুলে ফুলে বসায় তারা মেলা
মৌমাছিদের ওড়াওড়ি লাগে মনে দোলা।
প্রভাতবেলায় রবির আলো পড়ে আমার চোখে
পাঠশালাতে শিশুরা যায় মন ভরে যায় সুখে।
সাজ- সকালে নাস্তা সেরে কেউ চলে যায় মাঠে
কৃষক খুশি অনেক বেশি সোনার ফসল কাটে।
গ্রাম বাংলার সাজ সকালে পাখির মধুর সূর
শুনলে আমার মন থেকে সব অশান্তি হয় দূর।