শুরুর দিনেই বিশৃঙ্খলা দেখেছিল ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সোমবার আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ-ম্যানেজার ও অধিনায়ক। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে গতকালের ম্যাচটি বন্ধ ছিল প্রায় ৩০ মিনিট। সেই ঘটনায় মোটা অঙ্কের জরিমানা গুনেছে ক্লাবটি।
বিকেএসপির চার নম্বর মাঠে বসেছিল দুদলের লড়াই। প্রাইম ব্যাংকের ইনিংসের ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান অধিনায়ক ইরফান শুক্কুর। পড়েন রান আউটের ফাঁদে। ওই সিদ্ধান্ত নিয়েই বাঁধে বিপত্তি। যা অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যায়। রেফারির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ক্লাবটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরি ও অধিনায়ক ইরফান শুক্কুর।
ক্রিকেটাররা এক পর্যায়ে মাঠ থেকে উঠে আসেন। ডাগ আউটে প্রাইম ব্যাংকের কোচ জুবায়েরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের। এই ঘটনায় জুবায়েরকে নিষিদ্ধ করার হুমকি দেন আম্পায়ার শিপার। আজ ক্লাবটির সূত্র জানিয়েছে, অর্ধলাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে কোচ জুবায়েরকে।
তবে তিনি একা নন। দলের ম্যানেজার ও অধিনায়ক শুক্কুরকেও ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে অধিনায়ক শুক্কুরকে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
হট্টগোলের দিনে ম্যাচটি অবশ্য দারুণভাবে জিতে নেয় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের ছোঁড়া ২১৬ রানের লক্ষ্য ৩ উইকেট রেখে পেরিয়ে যায়। বিকেএসপিতে এদিন ব্যাটিংয়ে বীরত্ব দেখিয়ে দলকে জয় এনে দেন শামিম পাটোয়ারি। খেলেন ৯৮ রানের হার না মানা ইনিংস।
সূত্র: যুগান্তর