দেশর কথা বলতে গিয়ে
গর্বে ভরে বুক,
সবুজ শ্যামল রূপের বাহার
হৃদে জাগে সুখ।
আম-জাম আর লিচু-কাঁঠাল
ছড়ায় মধুর ঘ্রাণ,
পেঁপে-বেল আর আখের শরবত
শীতল করে প্রাণ।
তপ্তরোদে মাঠের বুকে
চাষির কণ্ঠে গান,
খুশির দোলায় দুলতে থাকে
দেখে সোনার ধান।
পাহাড়-পর্বত ঝর্ণাধারা
নজর কাড়ে বেশ।
ছায়াঢাকা পাখি ডাকা
প্রিয় বাংলাদেশ।