অবশেষে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। অনেক আগ্রহ নিয়েই অনেক ব্যবহারকারী অপেক্ষা করছিলেন। ১৫০-এরও বেশি দেশে এই ফিচার চালু হবে। চ্যানেল মূলত ‘ওয়ান ওয়ে ব্রডকাস্ট টুল’। বিভিন্ন পক্ষ থেকে ফটো আর ভিডিও ফলোয়ারদের কাছে পাঠানো যাবে।
স্থানীয় সরকার, স্পোর্টস টিম, শিল্পী ও সেলিব্রিটিদের থেকে সহজেই লাইভ আপডেট পাওয়া যাবে। চ্যানেল আপনার টেক্সট অপশন থেকে ভিন্ন একটি সেকশনে রাখা আছে। ফলে আচমকা চ্যাটভর্তি ম্যাসেজে ভেসে যাওয়ার ভয় আপনার নেই। হোয়াটস অ্যাপ জানিয়েছে তারা এডমিন ও ফলোয়ারদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেবে। কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করলে অন্য কেউ জানতে পারবে না কে সাবস্ক্রাইব করেছে।
নতুন এই অপশনের সঙ্গে হোয়াটস অ্যাপে চারটি চ্যানেল সেন্ট্রিক ফিচারও যুক্ত হচ্ছে। প্রথমত, রিয়্যাকশনের অপশন রয়েছে। একটি ইমোজি দিয়ে আপনি রিয়্যাকশন জানাতে পারবে। সবাই একটি পোস্টে ইমোজির সংখ্যা দেখতে পাবে। তবে কারা দিয়েছে তা জানতে পারবে না। দ্বিতীয়ত সাবস্ক্রাইবাররা চ্যানেলের পোস্ট ফরওয়ার্ড করতে পারবে। তাছাড়া এনহ্যান্স ডিরেক্টরি দিয়ে আপনি জনপ্রিয় আর নতুন চ্যানেল খুঁজে পাবেন। ডিরেক্টরিতে দেশ অনুসারে কন্টেন্ট ফিল্টার করা থাকে। হোয়াটস অ্যাপ এই ফিচার আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিচ্ছে। ইতোমধ্যে আপডেট দেওয়া শুরু হয়েছে। তাই নতুন প্যাচের দিকে লক্ষ্য রাখুন।
সূত্র: ইত্তেফাক