দামুড়হুদা থানা ফারিয়া কর্তৃক বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি দামুড়হুদা শাখার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। দামুড়হুদা থানা ফারিয়ার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আ স ম দুদু ইসলাম।
গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দামুড়হুদা থানা ফারিয়া আয়োজনে ক্যাফে রুপকথা হাউজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রবিত্র কোরআন তেলোয়াত করেন দামুড়হুদা থানা ফারিয়ার ক্রীড়া সম্পাদক আসাদুসজ্জামান আসাদ ও প্রবিত্র গীতা পাঠ করেন দামুড়হুদা থানা ফারিয়ার সহসভাপতি গৌতম চন্দ্র মন্ডল।
জানাযায়, দামুড়হুদা থানা ফারিয়া আয়োজনে বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি দামুড়হুদা উপজেলা শাখার ২১ সদস্যকে আনন্দঘন পরিবেশে ক্রেষ্ট উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চুু, যুগ্মসাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন, যুগ্মসাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নওশাদুল ইসলাম, দামুড়হুদা থানা ফারিয়ার অর্থ সম্পাদক ডালিম উদ্দীন, সদস্য আবুবক্কর, ইমরান,আব্দুল খালেক,নয়ন,সোহেল, সাইদুরজামান, ফিরোজ,খুসবু,মেহেদী, ওমর ফারুক, আরিফুল ইসলাম, হাসান আলী, রানাসহ দামুড়হুদা থানা ফারিয়া ও বাংলাদেশ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি দামুড়হুদা শাখার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা থানা ফারিয়ার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা থানা ফারিয়া যুগ্নসাধারণ সম্পাদক সাইদ উর রহমান।
দামুড়হুদা থানা ফারিয়ার সভাপতি মোজাম্মেল হক বলেন, প্রর্তেক ফার্মেসীর মালিক ও ওষুধ কোম্পানির প্রতিনিধি ভাই ভাই সর্ম্পক সারাদিন একে অপরের সাথে কাজ করতে হয়। তাই আমাদের আশা উভায় উভায়ের সঙ্গে সৌর্হাদ্যপৃর্ণ ব্যবহারের মার্ধ্যমে কাজ করে যাব।কারো সাথে কোন অসংগতি রাখবো না।