ধান কাটা শুরু হলে ফড়িং সব উড়ে,
ফিঙে পাখি ধরে খেতে পিছে পিছে ঘুরে।
শালিক ময়না ধরে নিতে গেলে মুখে,
ফিঙে এসে ছুঁ মেরে যে নিয়ে নেয় সুখে।
হাজার হাজার ফড়িং উড়ে বসে শিষে,
কোনটি রেখে কোনটি খাবে হারা দিশে!
কঞ্চি মাথায় বসে ভাবে কি বা করি,
উড়বে যেটাই খাবো সেইটাই ধরি।
আরো কত পাখি আসে খেয়াল রাখে তা,
চোখের সামনে খাবে হতে দেবে না না!
ধান কাটা যেই শেষ হলো সব পাখি,
সন্ধ্যায় ঘরে গেলো নিশি কালো আঁখি।