চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনের মালিকদের হাতে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন তুলে দেন।
৯ জন মোবাইল ফোন মালিকের হাতে ৯ টি অ্যন্ড্রয়েড ফোন ও বিকাশ গ্রাহকদের হাতে উদ্ধারকৃত ৮২ হাজার টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ইনভেস্টিগেশন সেল।
ফোন হাতে পেয়ে হারানো ফোনের মালিক জেলার দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের রিপন আলী বলেন, মোবাইল ফোনটি পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। শখের মোবাইল ফোনটি পুলিশ সুপার ও সাইবার টিমের আন্তরিকতায় দ্রুত ফিরে পাবো ভাবতে পারছিনা। আমি অভিনন্দন ও ভালবাসা জানাচ্ছি পুলিশ সুপার ও সাইবার টিমকে।।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিক-নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলায় ধারাবাহিক সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, বিকাশ, নগদ, রকেট প্রতারণা, মোবাইল উদ্ধার, অনলাইন প্রতারণাসহ সোশ্যাল মিডিয়ায় প্রতারণার শিকার ও ভুক্তভোগীদের বিভিন্ন আইনগত পরামর্শ ও নিরবিচ্ছিন্ন সেবাদান করে চলেছে।
বিভিন্ন স্কুল- কলেজের উঠতি বয়সী ছাত্র-ছাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও চ্যাটিং অ্যাপসসমূহের সঠিক ব্যবহার, হয়রানির শিকার হলে দ্রুত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাথ যোগাযোগ ও আইনী সেবা গ্রহণসহ অপরাধীর বিরুদ্ধে আইনগ ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে।