ফুরালো জিটিএ-৬ এর প্রতীক্ষা

ফুরালো জিটিএ-৬ এর প্রতীক্ষা

অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো। গ্রেন্ড থেফট অটো নিয়ে অনেকেরই রয়েছে নস্টালজিয়া। অনেকে অপেক্ষায় ছিলেন কবে আসবে গেমটির পরবর্তী সংস্করণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে ৫ ডিসেম্বর গেমটির ট্রেইলার উন্মুক্ত হবে ওয়েবে।

জিটিএ ৫ প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গেছে। মাইনক্রাফটের পর এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমের খেতাব পেয়েছে। এখন পর্যন্ত গেমের কপি বিক্রি হয়েছে ১৮ কোটি ৫০ লাখ কপির বেশি। কয়েক বছর ধরেই জিটিএ ৬-এর উন্নয়নে কাজ করছে রকস্টার গেমস। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটি প্রথম উন্নয়নসংক্রান্ত তথ্য প্রকাশ করে। এর আগে গেমিং জায়ান্টটির প্রেসিডেন্ট স্যাম হাউজার ডিসেম্বরে কোম্পানির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ট্রেলার উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন।

খবর এখানেই শেষ নয়। নেটফ্লিক্সের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে রকস্টার। এর মাধ্যমে বেশকিছু গেম স্ট্রিমিং জায়ান্টটির গেমিং সেগমেন্টে আনা হবে বলে জানা গেছে। এর অংশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রাইবারদের জন্য জিটিএ ৩, ভাইস সিটি ও স্যান অ্যান্দ্রেজের মতো গেম নিয়ে আসা হবে।

সূত্র: লাইভমিন্ট