ফেসবুক ভিত্তিক সংগঠন ‘বাড়ি মেহেরপুর’ গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে মিষ্টিমুখ করে এই দিনটি উদযাপন করা হয়।
গতকাল শুক্রবার রাতে মেহেরপুর জেনারেল হসপিটাল গেটের সামনে রুশি ফার্মেসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বাড়ি মেহেরপুর গ্রুপের এডমিন সামস ই আলম বলেন, মেহেরপুর ও মেহেরপুরের বাইরে এবং দেশের বাইরে যারা আছে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আমাদের এই গ্রুপ। এটি একটি সুন্দর অরাজনৈতিক একটি গ্রুপ। তিনি বলেন, সামাজিক কার্যক্রমের ভিতরে করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন অসহায় দুস্থ মানুষকে সাহায্য করেছি।
তাছাড়াও প্রতি ঈদে আমরা গরীব দুঃখী মানুষকে ঈদ উপহার দিয়েছি। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করে থাকি এছাড়াও বাড়ি মেহেরপুরের পক্ষ থেকে ‘মানবতার দেয়াল’ নামক কর্মসূচী সর্বপ্রথম মেহেরপুরে আমরাই শুরু করি।
অনুষ্ঠানে বাড়ি মেহেরপুর সামাজিক গ্রুপের বিভিন্ন সদস্যরা অংশগ্রহণ করে।
বাড়ি মেহেরপুর এর প্রতিষ্ঠা করেন এম এম নুরুজ্জামান বাবু, এম এম কামরুজ্জামান সোহেল, ও প্রয়াত ওয়াসিম শাহরিয়ার পল্লব । এম এম নুরুজ্জামান বাবু প্রধান এডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও সহযোগী এডমিন হিসেবে সোহেল রানা, জুলি হাসান, মোঃ শামস ই আলম নিযুক্ত আছেন৷ সহযোগী মডারেটর হিসাবে মেহেদী হাসান খাঁন (মুন্না), মোঃরিনু, সালাউদ্দিন ইউসুফ, ইসমত ফারিয়া তিশা এবং নাসরিন আখতার দায়িত্ব পালন করছেন।