মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-এ চ্যাম্পিয়ন মেহেরপুর সদর উপজেলা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন মেহেরপুর সদর উপজেলা দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সহ সেরা খেলোয়াড় দের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর রহমান, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমূখ।