“আই উইল স্যাক্রিফাইস মাই লাইফ, ইফ নেসাসারি টু এলিমিনেট অল দ্যা ইণ্ডাস্ট্রিজ এণ্ড এক্সপ্লয়টেশন ফ্রম আওয়ার কান্ট্রি, মাই গ্রেটেস্ট স্ট্রেন্থ ইজ দ্যা লাভ ফর মাই পিপল এণ্ড মাই গ্রেটেস্ট উইকনেস ইজ দ্যাট আই লাভ দেম টু মাচ” সাংবাদিক ডেভিট ফ্রস্টের কাছে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন মহানয়ক, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এভাবেই বক্তব্য শুরু করে মন জয় করে নিলেন বিচারকদের। ৩ মিনিটের দেওয়া বক্তব্য বিচারকরা শুনলেন মন্ত্রমুগ্ধের মত। অবশেষে বিচারকদের দেওয়া রায়ে তিনিই হলেন সেরাদের সেরা বক্তা। বলছি সেরা বক্তা মেহেরপুরের কৃতি সন্তান ফাতেমা নির্জনার কথা।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ দ্যা চ্যাম্পিয়ন্স হয়েছেন মেহেরপুর এর ফাতেমা ফারজানা নির্জনা। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখান থেকে প্রথম স্থান অধিকারীরা পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পায়। বাংলাদেশ কুয়েত- মৈত্রী হলের পক্ষ থেকে প্রথম স্থান অধিকারী নির্জনা ফাইনাল অংশ নেন। গত ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসীন হলের মাঠে ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপুমনি।
সভাপতিত্ব করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.আজাদ এবং অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য-সচিব সুভাষ সিংহ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামলীগ উচ্চস্থানীয় নেতৃবর্গ। সকলের উপস্থিতিতে পুঙ্খানুপুঙ্খ বিচারের পরিপ্রেক্ষিতে- প্রতিযোগিতায় ১৭টি হলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন অফ দা চ্যাম্পিয়ন্স হয় নির্জনা। সে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত।
উল্লেখ্য যে, নির্জনা মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক মফিজুর রহমান মফিজ এবং জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সাহিদা খাতুনের একমাত্র মেয়ে। বিজয় অর্জনের পর মেহেরপুর জেলার উচ্চস্থানীয় সকল মানুষ এবং শুভাকাঙ্ক্ষীরা নানা মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ড. দীপুমনি সহ আরো বেশ কয়েকজন সংসদ সদস্যবৃন্দ নির্জনাকে অভিনন্দন জানিয়ে তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে তার তিন মিনিটের সেই অসাধারন বক্তব্যটি প্রচার করেছেন। নির্জনা এর আগেও বিভাগীয় ও জাতীয় বিভিন্ন প্রতিযোগীতায় তার সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আমরা সকলে এভাবেই তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
নির্জনার পিতা মফিজুর রহমান তাঁর মেয়ের এ কৃতিত্বে আপ্লুত হয়ে মেহেরপুর প্রতিদিনকে বলেন, এ গৌরব মেহেরপুরের। এ গৌরব আমাদের সকলের। তার এ সফলতার জার্নি যেন অব্যাহত থাকে। তার জন্য মেহেরপুরবাসীরকাছে দোয়া কামনা করছি।