গত ১০০ বছরের কিছু বেশি সময় ধরে বিশ্বব্যাপী মানুষের বিনোদনের অন্যতম প্রধান উৎস চলচ্চিত্র। প্রতি বছর বিশ্বব্যাপী হাজার হাজার চলচ্চিত্র নির্মিত ও প্রদর্শিত হয়, যেগুলো থেকে আয় হয় বিলিয়ন ডলারের। তবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির বিপরীত দৃশ্য। গ্ল্যামার আর চাকচিক্যের জৌলুস হারাতে হারাতে এখন প্রায় খাদের কিনারায়।
নব্বইয়ের দশক পর্যন্ত বাংলা সিনেমার যে কদর ছিল দর্শক হৃদয়ে, তা কমতে কমতে এখন প্রায় শেষের পথে। দেশে ভাল সিনেমা তৈরি হচ্ছে না, উল্টো মানহীন সিনেমা মুক্তি দিয়ে এ শিল্পের শেষ আশাটুকুও বিলীন হয়ে যাচ্ছে।
অন্যদিকে দেশীয় নাটকের বাজারও কমতে শুরু করেছে। নেই আগের মতো দর্শক চাহিদা।
তবে ওটিটির কল্যানে এখন দুই পর্দার অভিনয়শিল্পীরা এক হয়েছেন। একসঙ্গে কাজ করছেন। ইদানিং নাটকের শিল্পীরা ঢু মারছেন সিনেমার জগতে। ধীরে ধীরে সিনেমার অঙ্গনে ব্যস্ত হতে চাইছেন অনেকেই।
এর মধ্যে বেশ জনপ্রিয় কিছু অভিনয়শিল্পী রয়েছেন যারা নাটকের পর এবার সিনেমার জগতে পা রাখতে চান। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ সাবিলা নূর। ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী অপেক্ষায় রয়েছেন বড়পর্দায় নিজেকে মেলে ধরার।
সিনেমায় কাজের ইচ্ছা প্রসঙ্গে গণমাধ্যমকে সাবিলা নূর বলেন, ‘বড় পর্দার প্রস্তুতি তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাব।
সে রকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন। ওটিটির ক্ষেত্রেও আমি এমনটাই বলেছি। নাটক ও ওটিটিতে দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছেন। সিনেমায় আমার অভিষেকও এমনভাবেই হোক যেন, দর্শক খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করে।’
কবে নাগাদ সিনেমায় কাজ করবেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘সিনেমা নিয়ে কথাবার্তা অনেকখানি এগিয়েছে। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। আশাকরি চলতি বছরেই কাজ শুরু করতে পারব।’
সামনে ভিকি জাহেদের ‘এক্সট্রা’ নামের নতুন কনটেন্টে দেখা যাবে সাবিলাকে। ওটিটি প্লাটফর্মের জন্য তৈরি এই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় সাবিলার সঙ্গে অভিনয় করবেন নিলয় আলমগীর। এর আগে সাবিলা ও নিলয়কে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলেও এবারই প্রথমবার ভিকি জাহেদের পরিচালনায় দেখা যাবে তাদের।
সূত্র: কালের কন্ঠ