পরাণের বন্ধু তুমি
যেওনা আমায় ছেড়ে
তুমি ছাড়া কেমন করে
থাকবো একা ঘরে।
পাগল এই মনটা আমার
শুধু ছটপট ছটপট করে
কিছুতেই বুঝ মানে না
কেঁদে কেঁদে মরে।
তুমি বিনা প্রেম নগর
রয়েছে শূন্য পড়ে
এই ভরা যৌবন বলো
কেমনে রাখি ধরে।
মনের সুন্দর জায়গাটুকু
রেখেছে আবর্জনা ঘিরে
সব অভিমান ভুলে গিয়ে
ফিরে এসো মোর নীড়ে।
কতকাল থাকবো বলো
একা আমি পড়ে
তোমার জন্য দিবানিশি
চোখের জল ঝরে।
তুমি ছাড়া বসতে দেবোনা
কাউকে যৌবনের তীরে—
যতদিন পর্যন্ত আসো না তুমি
আমার শূন্য জীবনে ফিরে।