আকাশ ভরা ঘন কাল
গুচ্ছ মেঘের ভেলা;
বন্ধুবিহীন জীবন কাঁদায়
আজ এ বিকেল বেলা।
দখিণ হাওয়া শিষ দিয়েছে
ঘাস-পাতা-ধান জুড়ে;
আমরা দু’জন হাত ধরে সেই
হারিয়ে যেতাম দূরে।
জমিয়ে রাখা মনের কথা
গল্প দারুন হত;
স্মৃতিগুলো অতীত হয়ে
লুকায় ইচ্ছেমত।
হঠাৎ করে আজ এ দিনে
সেসব পড়ে মনে;
স্বপ্নপগুলো ডাক দিয়ে যায়
দিব্যি প্রতি ক্ষণে।