হ্যারি পটার সিরিজে ড্রাকো ম্যালফয় চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ব্রিটিশ অভিনেতা টম ফেল্টন। এবার এই আন্তর্জাতিক তারকা বলিউড ইন্ডাস্ট্রিতেও পা রাখতে যাচ্ছেন। ৩৬ বছর বয়সী এই তারকাকে এবার দেখা যাবে ভারতীয় নির্মাতা হংসল মেহতার নতুন সিরিজ ‘গান্ধী’তে।
বৃহস্পতিবার (২ মে) চলচ্চিত্র নির্মাতা নিজেই এই খবর গণমাধ্যমকে জানিয়েছেন।
টম ফেলটন ছাড়াও ‘গান্ধী’ সিরিজে যোগ দিয়েছেন- লিবি মাই, মলি রাইট, রাল্ফ অ্যাডেনিয়েই, জেমস মারে, লিন্ডন আলেকজান্ডার, জননো ডেভিস, সাইমন লেননের মতো বিদেশি অভিনেতারা।
বিবৃতিতে পরিচালক জানান, আমাদের দলে কিছু ব্যতিক্রমী আন্তর্জাতিক অভিনেতাদের উপস্থিতি খুবই আনন্দদায়ক। কারণ, আমরা বিশ্বব্যাপী দর্শকদের কাছে আমাদের ভালোবাসা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। মোহনদাস করমচাঁদ গান্ধীর গল্প, বিশেষত লন্ডন এবং দক্ষিণ আফ্রিকায় কাটানো তার আরও বছরগুলো… এই গল্প নিয়ে আগে কাজ হয়নি। এই গল্প এমন এক তরুণের যে নিজেকে খুঁজতে বেরিয়েছিল…. এই মহাকাব্যিক কাহিনীকে পর্দায় জীবন্ত করে তোলার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।
এ সিরিজে অভিনয় প্রসঙ্গে টম বলেন, গান্ধীর জীবনে লন্ডনে কাটানো সময়ের গল্পে আমি থাকছি। হংসল ও প্রতীকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত।
এই সিরিজে টম ফেল্টনকে লন্ডনে গান্ধীর বন্ধু জোসিয়া ওল্ডফিল্ডের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
সূত্র: ইত্তেফাক