গেমারদের জন্য বাঁকানো ৪৫ ইঞ্চি পর্দার ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) প্রযুক্তির মনিটর তৈরি করেছে এলজি। আল্ট্রাগিয়ার ৪৫ জিআর ৯৫ কিউই মডেলের এ মনিটরের দাম ১ হাজার ৭০০ ডলার। এলজি জানিয়েছে, ১২ ডিসেম্বর থেকে এ মনিটরের অগ্রিম চাহিদা (প্রি-অর্ডার) কার্যক্রম শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ২৮ ডিসেম্বর থেকে বাজারজাত করা হবে মনিটরটি।
৩৪৪০ বাই ১৪০০ পিক্সেল রেজল্যুশনের এ মনিটরের অ্যাসপেক্ট রেশিও ২১: ৯। ফলে মাত্র আড়াই ফুট দূর থেকেও নিখুঁতভাবে ভিডিও গেমের দৃশ্য দেখা যায়। ২৪০ হার্টজ রিফ্রেশ হার–সুবিধার এ মনিটরকে এলজির তৈরি সবচেয়ে বেশি রিফ্রেশ হার–সুবিধার বাঁকানো পর্দার ওএলইডি মনিটর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ