৩৬ বছরের অপেক্ষার প্রহর পেরিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা জিতে তৃষ্ণা মিটিয়েছে আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপ দিয়েই বাংলাদেশের সঙ্গেই যেন অন্যরকম এক সম্পর্ক তৈরি হয়েছে আর্জেন্টাইনদের। এবার পবিত্র ঈদুল আজহার দিন বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট বাংলাদেশিদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হয়।
সেই পোস্টে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পলের ছবিসহ একটি ঈদ কার্ড শেয়ার করে শুভেচ্ছা বার্তায় লেখা হয়, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’
বাংলাদেশকে শুভেচ্ছা জানানো ঐ পোস্টে আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর হিসেবে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের নাম ও লোগোও ব্যবহার করা হয়েছে।