কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। শনিবার (১১ ফেব্রুয়ারি) ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিততে ৬.৫৯ সেকেন্ড সময় নেন ইমরানুর।
এটাই ইমরানুরের সেরা টাইমিং। এর আগে তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর। সেমিফাইনালে ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনালে উঠেছিলেন ইমরানুর।
ফাইনালে নিজের রেকর্ড ভেঙ্গে স্বর্ণ জিতলেন ইমরানুর।
সূত্র: ইত্তেফাক