বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এবং তিনটি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্রের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ তাঁত বোর্ড নয়টি পদে ৪১ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম: অধ্যক্ষ, সিনিয়র ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, ডিজাইনার, হিসাব সহকারী, টেকনিশিয়ান, মাস্টার ডায়ার, দক্ষ তাঁতি এবং ক্রাফটসম্যান।
পদসংখ্যা: নয়টি পদে সর্বমোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টেক্সটাইল বিষয়ে স্নাতক পাসসহ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য ৩ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অধ্যক্ষ পদে ৪০ বছর এবং অন্যান্য পদের জন্য অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের (www.bhb.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ ডিসেম্বর, ২০১৯ বিকেল ৫টায় এবং শেষ হবে ৫ জানুয়ারি, ২০২০ বিকেল ৫টায়।
সূত্র : বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইট