সম্প্রতি চীনের জনপ্রিয় টেক কোম্পানি বাইদু একটি চ্যাটবট উন্মুক্ত করেছে। নামকরণে যে চীনের জুড়ি নেই তা ‘আর্নি’ নামটিই বলে দেয়। শুধু নাম নয়, উত্তরের ব্যাপারেও চ্যাটবটটি সংবেদনশীল। ঠিক মানুষের মতোই। কারণ অন্যান্য চ্যাটবটকে প্রশ্ন করলে একটি উত্তর মেলে। আর্নিকে প্রশ্ন করলে কিছু ঝামেলা থাকে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সংবেদনশীল কিছু নিয়ে কথা বললেই হলো। বেচারা চ্যাটবট বলবে, আমরা বরং অন্য কিছু নিয়ে আলোচনা করি। সম্প্রতি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করে নতুন এই চ্যাটবট চালু হয়। আর চালু হওয়ার পরই বাজিমাত চ্যাটবটের।
আর্নি চালু হওয়ার একদিনের মধ্যে ৩৩.৪২ মিলিয়ন মানুষ এই চ্যাটবট ব্যবহার শুরু করে। ওই দিনে গড়ে ২৩ হাজার প্রশ্ন এই চ্যাটবটের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে। চীনা সরকার এখন আর বেকারত্বের হার নিয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করছে না। এতে কি তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে?’ এ প্রশ্নের উত্তরে চ্যাটবট জানায়, ‘আমি দুঃখিত! আমি এখনও এ প্রশ্নের উত্তর কিভাবে দেব জানি না।’
এছাড়া, আর্নিকে বিতর্ক সৃষ্টি করতে পারে এমন শব্দ ও বাক্যাংশের দিকেও নজর রাখতে শেখানো হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।