মুক্তির প্রথম দিন সব হিসেব গুলিয়ে দিল ‘পাঠান’। বুধবার সারাদিন এমন কথাই বার বার শোনা গেল। হুল্লোড়ে মেতেছেন দর্শক। শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই প্রায় ৫৫ কোটির ব্যবসা করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি।
এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’- ৫৩ কোটি ৯৫ লাখ। ছবিমুক্তির দিনে দক্ষিণী মেগা হিটের ব্যবসাকে ছাপিয়ে গেল ‘পাঠান’।
শোনা যাচ্ছে, বুধবার প্রায় ৫৩-৫৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। যা ছাড়িয়ে গিয়েছে ‘ওয়ার’, ‘থগস অব হিন্দুস্তান’, ‘ভারত’ ছবির প্রথম দিনের উপার্জন।
দীর্ঘ ৪ বছর পরে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বলিউডের ‘বাদশা’কে নিয়ে অনুরাগীদের উন্মাদনার ঝলক দেখা গিয়েছিল ট্রেলার মুক্তির পরেই। দুবাইয়ের বুর্জ খলিফাতেও শাহরুখের উপস্থিতিতে ট্রেলার প্রদর্শনের সময় ঢল নেমেছিল ভক্তদের। বক্স অফিসে যে ভালো অঙ্কের ব্যবসা করবে ‘পাঠান’, তার আভাস মিলেছিল অগ্রিম টিকিট বুকিংয়েই।
দর্শকের উন্মাদনা দেখে সকাল ৬টা ও ৭টাতেও শো রেখেছিল ভারতের বড় বড় শহরের একাধিক প্রেক্ষাগৃহ। এমনকি, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে মধ্যরাতেও শো চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রযোজনা সংস্থা ওয়াইআরএফ। তবে হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই সর্বোচ্চ। ইতিমধ্যে ব্লকবাস্টার খেতাবও পেয়েছে ছবিটি।
সূত্র: ইতেফাক