“সব হারানো মানুষের আশ্রয় নাই, এসো আমরা তাদের পাঁশে দাড়াই” এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুর জেলা ব্যথিত সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে বানভাসি মানুষের সহযোগিতায় জোলার বিভিন্ন স্থানে”পথ কনসার্ট” অনুষ্ঠিত হয়েছে। এসময় দর্শক শ্রোতাদের কাছ থেকে অসহায় বানভাসি মানুষের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে।
সাংস্কৃতিক কর্মী নিসান সাবের, চ্যানেল আই খুদে গানরাজের শিল্পী উদয় বাউল ও ওস্তাদ নান্টু সরকারের পরিকল্পনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে প্রথম পথ কনসার্টের মধ্যে দিয়ে অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু হয়। এরপর কোমরপুর বাজার, আমঝুপি বাজার ও গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের বড়বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে বানভাসি অসহায় মানুষের জন্য প্রায় ৫০ হাজার টাকা দান করেছেন মানুষ। সংগ্রীহিত এসব অর্থ মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণতহবিলে প্রেরণ করা হবে।
গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর শহরের কাথুলি মোড় থেকে শহর জুড়ে এই কনসার্ট ও অর্থ সংগ্রহ অভিযান চলছে।
চ্যানেল আই খুদে গানরাজ উদয় বাউল বলেন, শিল্পীরাও বানভাসি মানুষের জন্য কিছু করতে চাই। নিজের সামর্থ না থাকায় আমরা গান গেয়ে দর্শক শ্রোতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমাদের ভাই বোনদের কাছে পাঠাবো। আমাদোর সাথে এই কার্যক্রমে আন্তরিকভাবে শ্রম দিয়েছেন স্থানীয় শিল্পী নান্টু সরকার, আরিফুল ইসলাম, পাপিয়া খাতুন, জেসমিন দেওয়ান, ফিরোজ, জবা, আরিফ হোসেন প্রমুখ।
কার্যক্রমের উদ্যোক্তা মেহেরপুর অরণি থিয়েটারের সভাপতি সাংস্কৃতিক কর্মী নিসান সাবের বলেন, মেহেরপুর জেলা ব্যথিত সাংস্কৃতিক কর্মিদের উদ্যোগে বানভাসি মানুষের পাশে থাকতে অনুদান সংগ্রহের জন্য সপ্তাহব্যাপি পথ কনসার্ট বাস্তবায়ন করা হচ্ছে।
আমাদের এই কার্যক্রমের সাথে শিল্পী, সাউন্ড সিস্টেম ও যন্ত্রিরা বিনা পারিশ্রমিকে অংশ নিয়েছেন। তিনি বলেন, সংগ্রীত এই টাকা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেবো।