জায়গা জমি বড্ড আপন
ছেলে মেয়ের কাছে,
ভাগা ভাগির নাইরে দেরি
লাশটা বাবার পাছে।
দাফন বাবার পরে হবে
হিসেবটা নাও সেরে,
মৃত্যুর পরেও যাচ্ছে বাবা
বারে বারে হেরে।
মসজিদেরই সামনে শুয়ে
নিথর বাবার দেহ,
যাদের জন্য রক্ত পানি
দেখলো নারে কেহ।
বাবা বুঝি কোন সময়
দিয়ে ছিল খেতে,
খবর শুনে তাই কুকুরের
হয়নি দেরি যেতে।
রাত জাগিয়া দেয় পাহারা
পারেনি তো সইতে,
বন্দী তোদের মনুষ্যত্ব
বুঝি কেবল বইতে।
বলছে কেঁদে বাবারই লাশ
কবে দিবি মাটি,
আমার জন্য অপেক্ষাতে
চার পায়ার ঐ খাটি।
থাকবে পড়ে ধন সম্পত্তি
অট্টালিকা ঘর,
লাশে আমার দিচ্ছে বলে
দুনিয়ার সব পর।
হায়রে ছেলে হায়রে মেয়ে
পশুর চেয়েও বোকা,
প্রভু ওদের মাফ করে দাও
ভালো থাকিস খুকি-খোকা।