জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এবং স্থানীয়দের সহযোগীতায় মাসাধিকাল ব্যাপী হাটু পানিতে ডুবে থাকা বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের ৯টি পরিবারের অর্ধশতাধিক মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। ভুক্তভোগীরা কৃজ্ঞতা প্রকাশ করেছে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি।
গত এক মাস ধরে বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের ৯টি পরিবারের অন্তত অর্ধশতাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছিল। বসত বাড়ির আঙ্গিনা ডুবে থাকায় স্বাভাবিক চলাচলেও ঘটছিল ব্যাঘাত। বড়দের চেয়ে বেশি বিপাকে পরিবার গুলোর শিশু সদস্যরা। ইচ্ছা করলেই ঘর থেকে নামতে পারছে না।
পানি বন্দি পরিবার গুলোর ভোগান্তি দুর করতে মেহেরপুর জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করে পানি নিষ্কাশনের জন্য ভুক্তভোগীর নির্দেশ প্রদান করেন। সে অনুযায়ী ভুক্তভোগীরা সহ এলাকার মানুষের সহযোগীতায় করা অর্থায়নে পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে।