বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার বামন্দী পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত সমাবেশে অংশ নেয় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা সহ অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ^াস, গাংনী থানার এসআই মোস্তফা, বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই হেলাল, ইউপি সদস্য কামাল হোসেনসহ স্থানীয়রা।