উসমান দেম্বেলের বেতন কমিয়ে চুক্তি নবায়ন করতে চাইছে বার্সেলোনা। ভবিষ্যতে বোনাস দিয়ে তাকে পুষিয়ে দেবে বলে প্রস্তাব দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
কিন্তু দেম্বেলে বেতন এক পয়সাও কমাতে তো রাজিই হননি উল্টো তার বেতন দ্বিগুণ করার দাবি তুলেছেন তিনি।
অর্থাৎ বছরে ২ কোটি ইউরো চেয়েছেন এই ফরাসি তারকা। চুক্তি নবায়নের বোনাস বাবদ আরও ২ কোটি ইউরো চাই তার। এতেই শেষ নয়; তার এজেন্ট মুসা সিসোকোর জন্য আরও ২ কোটি ইউরো চেয়েছেন দেম্বেলে।
এতে দেম্বেলের ওপর বেজায় চটেছে বার্সা কর্তৃপক্ষ। তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার হুমকি দিয়ে ক্লাব বলছে ক্লাবের প্রস্তাবে রাজি না হলে ৩০জুন পর্যন্ত আর মাঠে নামানো হবে না দেম্বেলেকে।
সুযোগ পেলে দেম্বেলেকে বিক্রি করে দেওয়া হবে এমন বার্তাও দিয়েছে বার্সা।
কিন্তু বার্সার সেসব হুমকিকে পাত্তা না দিয়ে পাল্টা হুমকি দিয়েছেন দেম্বেলে।
সংবাদমাধ্যম এসইআর কাতালুনিয়ার প্রতিবেদনে প্রকাশ, এজেন্ট সিসোকা পাল্টা হুমকি দিয়েছেন যে, জুন পর্যন্ত দরকার হলে বসে বসে বেতন গুনবেন দেম্বেলে। তাকে নতুন চুক্তিতে আনতে হলে বেতনের দাবি মানতেই হবে।
ক্লাবছাড়া করার হুমকির বিষয়ে এই ফরাসি উইঙ্গারের এজেন্ট জানিয়েছেন, আগামী জুনে প্রিমিয়ার লিগের এক ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন দেম্বেলে। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন তিনি। বার্সেলোনার হুমকি দেম্বেলেকে ভীত করছে না।
তথ্যসূত্র: ফুটবল ইস্পনা