প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে প্রস্তাব পাওয়ার পর বার্সেলোনা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ওসমানে ডেম্বেলে। কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তর আমেরিকায় প্রাক মৌসুম সফরে থাকা স্প্যানিশ ক্লাবের হয়ে গতকাল লাস ভেগাসে এসি মিলানের বিপক্ষে ম্যাচে সাইড বেঞ্চে ছিলেন ২৬ বছর বয়সী ডেম্বেলে। ম্যাচে ১-০ গোলে জয় পায় জাভির শিষ্যরা।
ম্যাচ শেষে স্প্যানিশ টিভিকে কাতালান বস বলেন, ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বার্সাকে জানানোর পর তাকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ডালাসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ডেম্বেলের গোলেই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়লাভ করেছিল বার্সেলোনা।
জাভি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে একেবারেই পরিষ্কার। ডেম্বেলে আমাদের বলেছে, তিনি ক্লাব ছেড়ে দিতে চান। সারসরি জানিয়ে দিয়েছেন যে তিনি পিএসজির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ কষ্টের। কারণ আমরা তাকে অত্যন্ত যত্নের মধ্যে রেখেছিলাম। যাতে সে খুশিতে থাকেন এবং আমাদের দলকে অন্য দলের সঙ্গে পার্থক্য গড়ে দেওয়ার কাজে মনোযোগ দিতে পারে। ডেম্বেলে জানিয়েছে তার কাছে প্রস্তাব এসেছে এবং তিনি আমাদের ছেড়ে যেতে চান। ওই কারণেই আজ (মঙ্গলবার) তাকে খেলানো হয়নি।’
২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়া ডেম্বেলের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর রয়েছে। গতকাল আনসু ফাতির দ্বিতীয়ার্ধে দেওয়া গোলেই জয়লাভ করেছে কাতালান জায়ান্টরা। লাস ভেগাসের অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৫৫ মিনিটে বার্সেলোনার হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেন ফাতি।