বিশ্ব ক্রীড়ঙ্গনের অন্যতম সেরা দুই ক্লাব বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই দুই ক্লাবকে পেছনে ফেলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স। আইপিলের চলমান আসরে মাঠের খেলায় ভালো অবস্থানে নেই কলকাতা। তবে বেশ সক্রিয় ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।
আর এতেই এপ্রিল মাসের ফেসবুক অ্যাঙ্গেজমেন্টে খেলাধুলাভিত্তিক পেজগুলোর মধ্যে সেরা তিনে জায়গা করে নিয়েছে কলকাতা। আর সেরা তিনে জায়গা করে নিতে পেছনে ফেলেছেন লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্টস বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডকে। এপ্রিল মাসে কলকাতার সর্বমোট অ্যাঙ্গেজমেন্ট ছিল ১৯.৪ মিলিয়ন।
অন্যদিকে বার্সেলোনার ১৭.২ মিলিয়ন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বমোট অ্যাঙ্গেজমেন্ট ছিল ১৫.৯ মিলিয়ন। চতুর্থস্থানে বার্সেলোনা আর পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২২ মিলিয়ন অ্যাঙ্গেজমেন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর ২৫.৯ মিলিয়ন অ্যাঙ্গেজমেন্ট নিয়ে সবার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
সূত্র: ইত্তেফাক