সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মেহেরপুর পরিদর্শন ও আদালত মনিটরিং করেছেন।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছান। এসময় মেহেরপুর জেলা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।
সার্কিট হাউজ মিলনায়তনে বিচিরপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মেহেরপুর আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা, আলোচনা ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা ও আদালত পরিদর্শন করেন।
এসময় মেহেরপুর জেলা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক হেলাল উদ্দিন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
বিকেলে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিচারপতি। এরপর জেলা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির সদস্যগণের সাথে আলোচনা করেন।