কুষ্টিয়ার কুমারখালিতে ব্যবসায় প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন না করাসহ ছেঁড়া-ফাটা পতাকা উত্তোলন করায় ৬০ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিজয় দিবসের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান ও সহকারী কমিশনার (ভূমি) মুহায়মিনুল আল জিহান।
ইউএনও রাজিবুল ইসলাম খান জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুমারখালি উপজেলায় প্রস্তুতি সভায় বারবার তাগাদা দেয়া, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বারবার বৈঠক, বারবার মাইকিং করে জাতীয় পতাকা উত্তোলনের জন্য নির্দেশনা দেওয়ার
পরেও গতকাল সকাল হতে জাতীয় পতাকা উত্তোলন মনিটরিং উপ-কমিটির অভিযান চালিয়ে দেখে অনেক ব্যবসা প্রতিষ্ঠান পতাকা উত্তোলন করেনি এবং কিছু প্রতিষ্ঠানে ছেঁড়া-ফাটা পতাকা উত্তোলন করায় ৬০ টি মামলায় ৬০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে আর এমন হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।