সিরিজ আগেই নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিডনি টেস্টে মাঠে নেমেছিল অজিরা। তবে ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিদায়ী ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন এই অজি ওপেনার। আর ৮ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।
নিজেদের প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪ রানের লিড পায় পাকিস্তান। ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান।
১৩০ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উসমান খাজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই ওপেনার।
এরপর মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন বিদায়ী টেস্ট খেলতে নামা ওয়ার্নার। ফিফটি পূরণ করেন ওয়ার্নার। এই দুই ব্যাটারের ১১৯ রানের জুটিতে ভর করে জয়ের ভীত পায় অস্ট্রেলিয়া।
তবে ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ওয়ার্নার। এরপর ক্রিজে আসা স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ২৫ ওভার ৫ বলে দলের জয় নিশ্চিত করে লেবুশানে। ৭৩ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। এই জয়ে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।
সূত্র: ইত্তেফাক