ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুর গ্রামের শিল্পী আবিদ স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্নবাসন কেন্দ্রের ১৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শিল্পী আবিদ স্মৃতি প্রতিবন্ধী ও পূর্নবাসন বিদ্যালয়ের সভাপতি এবং ঝিনাইদহ জেলা শাখার মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক অ্যাড. খোদাবক্স এর সভাপতিত্বে নিধান শর্মা এর সঞ্চালনায় শনিবার পূর্নবাসন কেন্দ্রের খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬ নং ফলসী ইউনিয়ন এর চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মাহাবুব মুরশেদ শাহিন, বাবু বিশ্বনাথ সাধুখা সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিনাকুন্ডু থানা শাখা, হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাফিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, শিল্পী আবিদ স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্নবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার বিশ্বাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই।