পরশু রাতে আরো একবার গুঞ্জন ছড়িয়ে পড়ে, মারা গেছেন পেলে। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এই গুঞ্জন উবে যেতেও সময় লাগেনি। গুজবটিকে গুজব প্রমাণ করে ব্রাজিল কিংদন্তির মেয়ে কেলি ক্রিস্তিনা নাসিমেন্তো বলেছেন, তার বাবা পেলে ভালো আছে। বিশ্বাসের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।
বাবার সঙ্গে একটি রাত কাটিয়েছেন কেলি। এ সময় বাবার সঙ্গে একাধিক ছবিও তুলেছেন তিনি। সেসব ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্টও দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, বাবা পেলের বুকের উপর শুয়ে আছেন মেয়ে কেলি। ঐ ছবিরই ক্যাপশনে কেলি লেখেন, ‘আমরা এখনো হাসপাতালে। মনের বিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছি। একসঙ্গে আরো একটি রাত।’ কেলির ছবিটি পোস্ট করে ফ্রান্সভিত্তিক বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাজিল কিংবদন্তি পেলে এখনো সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন।
গত সেপ্টেম্বরে মলাশয়ের টিউমারের অস্ত্রোপচার করার পর কেমোথেরাপি নিয়ে আসছিলেন। কিন্তু গত ২৯ নভেম্বর হঠাত্ই তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। তার শরীর এতটাই খারাপ হয় যে, কেমোথেরাপি কাজ করছিল না। সেই থেকেই হাসপাতালের বিছানায় বন্দি তিনি। এর মধ্যে ঘটে গেছে অনেক কিছু। এমনকি দুবার বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তার মৃত্যু সংবাদ। প্রথম বার এই গুঞ্জন ছড়িয়ে পড়ে কাতার বিশ্বকাপ চলাকালে। পরে তার মেয়ে এই কেলিই নিশ্চিত করেন, তার বাবা বেঁচে আছেন। তার বোন ফ্লাভিয়া আরান্তেসও নিশ্চিত করেন, তার বাবার মৃত্যু সংবাদটি গুজব। গত পরশু আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে তিন বারের বিশ্বকাপজয়ী পেলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এবারও তা গুজব বলে প্রমাণিত।
সূত্র: ইত্তেফাক