বৃষ্টিতে ইচ্ছাকৃতভাবেই ভিজুন কিংবা অনিচ্ছাকৃতভাবে, চুলের ক্ষতি হবেই। মুষলধার কিংবা ইলশেগুঁড়ি যেভাবেই হোক, বৃষ্টি আপনার চুলের ক্ষতি করে। বৃষ্টিতে ভিজে ঘরে ফেরার পর লক্ষ্য করবেন চুল নিষ্প্রাণ হয়ে আছে।
বৃষ্টির পানিতে সালফার, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ও কার্বন থাকে। যাদের খুশকি আছে তাদের এক্ষেত্রে নানা অসুবিধা হতে পারে। তাই বৃষ্টিতে ভেজা চুলের আলাদা যত্ন নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। রইলো কিছু পরামর্শ:
.ভেজা চুল বেশিক্ষণ রাখবেন না। বৃষ্টির পানিতে রাসায়নিক উপাদান থাকে প্রচুর। তাই বাড়ি ফিরে শ্যাম্পু করে কন্ডিশনার করুন চুলে।
.বৃষ্টিভেজা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
.ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে রাখুন। তোয়ালেই পানি আস্তে আস্তে শুষে নেবে।
.সবসময় মৃদু শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। নাহলে চুল আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়বে।
.মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন।
.বর্ষায় দীর্ঘক্ষণ চুল বেঁধে রাখা স্বাস্থ্যকর নয়।
.সারারাত তেল লাগিয়ে পরেরদিন সকালে শ্যাম্পু করলে উপকার মিলবে।
সূত্র: ইত্তেফাক