ঝর ঝরা ঝর বৃষ্টি ঝরে
গাছের পাতা দোলে
তাই না দেখে ভাবুক কবির
কাব্যকলম খোলে।
ছুটছে কেহ ছাতা মাথায়
আঁকছে কেহ ছবি
এসব দেখে মেঘআড়ালে
হাসছে বসে রবি।
সকাল-দুপুর মেঘের ময়ূর
নূপুর পায়ে নাচে
তারপরেও চাতক পাখি
একফোঁটা জল যাচে।
ঝর ঝরা ঝর বৃষ্টি ভেজায়
আমার গাঁয়ের মাটি
বর্ষা এলেই সেই সে মাটির
গন্ধ শুঁকি খাঁটি।