সেরাকণ্ঠখ্যাত দেশের নন্দিত সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান বাংলাদেশ বেতারে সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। বিষয়টি নিয়ে ইউসুফ, তার বাবা ওস্তাদ ইয়াকুব আলী খান, তার মা উম্মে জোহরা হক, বোন প্রাপ্তি, ভাই পুণ্য ভীষণ উচ্ছ্বসিত এবং গর্বিত।
পেশাগতভাবে সঙ্গীত জীবনে ১৪ বছরের পথচলার পর একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভুক্তি হওয়াকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন এবং ভীষণ সম্মানের বলেও অভিহিত করেছেন ইউসুফ ও তার পরিবার।
বাংলাদেশ বেতারে সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হওয়া প্রসঙ্গে ইউসুফ আহমেদ খান বলেন, এ প্রাপ্তি অনুভব ভাষায় প্রকাশের মতো নয়। বাবা-মায়ের তালিমের সঙ্গে পরম গুণী সংগীত ব্যক্তিত্বদের আশীর্বাদ কাজ করেছে। বিশেষ করে পরম শ্রদ্ধেয় শেখ সাদী খান, আনিসুর রহমান তনু, বিশ্বজিৎ সরকার, শাহীন সরদার, কামাল আহমেদ, মুস্তাফিজুর রহমানের অবদান বলে শেষ হবে না।
এরই মধ্যে এ সম্মাননার চিঠি হাতে পাই কামাল আহমেদ চাচার হাত থেকে। শিল্পী এবং শিল্পের প্রতি, দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থেকে আমি আমার অবস্থানে সচেতনভাবে সৎ থেকে আমার দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ।
২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় শীর্ষস্থানে থাকার ঘোষণা আসার আগেই ইউসুফ আহমেদ খান বাংলাদেশ টেলিভিশনে উচ্চাঙ্গ, নজরুল এবং আধুনিক গানে একজন শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। একই সময়ে তিনি বাংলাদেশ বেতারেও তালিকাভুক্ত হন। এদিকে ইউসুফ আহমেদ খানের সঙ্গীত পরিচালনায় সাউন্ড হ্যাকারের সঙ্গীতায়োজনে অভি মঈনুদ্দীনের কথা ও সুরে রুমানা ইসলামের গাওয়া ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’ গানটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
এদিকে আগামী মা দিবসে মাজেদ চৌধুরীর লেখা ‘আল্লাহ তুমি আমার মাকে রেখ যতনে’ গানটি প্রকাশ পাবে, যার সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন ইউসুফ আহমেদ খান। এছাড়াও একই গীতিকারের লেখা ও ইউসুফের সুর-কণ্ঠে শিগগিরই প্রকাশ পাবে ‘মন তো মানে না’ গানটি। এই দুটি গানের সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। গত বৃহস্পতিবার ইউসুফ ও স্বরলিপি বিটিভির ‘শিল্পের বাড়ি’ অনুষ্ঠানে ‘যে দেশে বাতাস স্মৃতির স্পর্শে ভারি’গানটি গেয়েছেন নতুন করে। এর মূল শিল্পী সুবীর নন্দী ও সামিনা চৌধুরী। গানটি লিখেছেন জাহিদুল হক ও সুর করেছেন আজাদ রহমান।