ঢাকায় কিংস অ্যারেনায় বড় অঘটন ঘটিয়ে ফেলেছিল ব্রাদার্স। একটুর জন্য বেঁচে গেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধেই ব্রাদার্স ১-০ গোলে এগিয়ে ছিল। কিংস শত চেষ্টা করেও গোল শোধ করতে পারছিল না। একের পর এক মিস হচ্ছিল। ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ হয় ৮ মিনিট। ৯৭ মিনিটে গোল পায় বসুন্ধরা কিংস। মহা বাঁচা বেঁচে যায় কিংস। নিশ্চিত হার থেকে রক্ষা পায় চ্যাম্পিয়নরা।
মোহামেডান, আবাহনীর পর কাল যদি হারতো কিংসকে হ্যাটট্রিক হারের মুখ দেখতে হতো। সেখান থেকে বেঁচে গেছে। আফসোসে বুক ফেটে যাচ্ছে ব্রাদার্সের । গত মৌসুমে রেলিগেশন হওয়া ব্রাদার্স এবার একের পর এক চমক দিচ্ছে। এবার বসুন্ধরার মাঠে বসুন্ধরাকে গলা চেপে ধরে ছিল ব্রাদার্স। সেখান থেকে রক্ষা পেয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছে। ৩৯ মিনিটে গোল পায় ব্রাদার্স। খেলার বিপরীতে ব্রাদার্সের কৌশিক বড়ুরার অসাধারণ ক্রসের বলটা কিংসের বক্সের ওপর সেনেগালের ফুটবলার শিক সেনে বুকে রিসিভ করে বাঁ দিকে টার্ন করেই ডান পায়ে শট করলে কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কিছুই চোখেই দেখেননি, বল জালে জড়িয়ে যায় ১-০।
পিছিয়ে গিয়ে বসুন্ধরা কিংসের রাকিব, মিগুয়েল, ফাহিম, সোহেল রানা, তপু বর্মনরা মরিয়া হয়েও গোল শোধ করতে পারছিলেন না। কিংসের নিজেদের মাঠে শততম ম্যাচের দিনে হেরে যাওয়ার লজ্জা ঢাকার জন্য কিংসের ফুটবলারদের চেষ্টার কমতি ছিল না। শিক সেনে লিগে চার করেছেন। ব্রাদার্সকে টানছেন এই ফুটবলার। কিংস গোল শোধ করতে পারছিল না, অন্যদিকে দুর্ভাগ্য ব্রাদার্সেরও। শেষ মুহূর্তে এতো বড় দলের বিপক্ষে গোল ধরে রাখার লড়াইটা ঠিকঠাক মতো করতে পারছিলেন না খেলোয়াড়রা।
শেষ বাঁশি বাজার আগে ব্রাজিলিয়ান অধিনায়ক মিগুয়েলের ক্রসের বলটা ব্রাদার্সের ছোট বক্সে অপেক্ষায় থাকা মজিবর রহমান জনির দিকে ছুটে এলে জনি মাথা লাগিয়ে গোলে পরিণত করেন, ১-১। নিশ্চিত হার বাঁচিয়ে দেন। ব্রাদার্সের কপালে হাত। ব্রাদার্সের ফুটবলারদের দাবি অফসাইডে দাঁড়িয়ে গোল করেছেন জনি। খেলোয়াড়রা রেফারি আনিসুর রহমানের কাছে প্রতিবাদ করেছেন, সহকারী রেফারি ইকবাল আলমের কাছে গিয়েও প্রতিবাদ করেছেন। ক্ষিপ্ত হয়ে খেলা শেষে ব্রাদার্সের একজন স্টাফ মাঠে ঢুকলে রেফারি তাকে লাল কার্ড দেখান। সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল।
সূত্র: ইত্তেফাক