১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেমের সমাধি’র ‘হেনা’র চরিত্রটি নতুন করে ভাইরাল হয়েছে। এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ঢালিউড অভিনেতা বাপ্পারাজ ও অভিনেত্রী শাবনাজ। সিনেমার বাপ্পারাজ বকুল চরিত্রে ও শাবনাজ হেনার চরিত্রে অভিনয় করেন। সেই সিনেমারই একটি সংলাপ নিয়ে নেটদুনিয়ায় ভাইরাল।
‘প্রেমের সমাধি’ গল্পে দৃশ্যটি এমন ছিল— বাপ্পারাজ দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার, অর্থাৎ শাবনাজের বাড়িতে যান এবং একটি সাজানো বাড়ি দেখতে পান। তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন— ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন, চাচা হেনা কোথায়? এর জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুলখ্যাত অভিনেতা বাপ্পারাজ আবেগাপ্লুত হয়ে তখন বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না, এ আমি বিশ্বাস করি না।’ এরপর বেজে ওঠে সেই সিনেমার গান— ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’।
দীর্ঘদিন পর ‘চাচা হেনা কোথায়’ সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এবং নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করেছেন। এ নিয়ে বিভিন্ন পেজ ও গ্রুপে বানানো হচ্ছে মিমস। মানুষের কমেন্ট বক্সেও অহরহ দেখা যাচ্ছে এ মিমস। তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো, তা স্পষ্ট নয়।
অথচ অনেক দিন ধরেই এ সিনেমার নায়ক-নায়িকা ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন। যদিও পর্দার আড়ালে থাকলেও বিভিন্ন সময়ই ভাইরাল হন বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকদের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প। ত্রিভুজ প্রেমের গল্পনির্ভর সিনেমাগুলোর কারণে আজও এ নায়ক বেশ জনপ্রিয়।
এদিকে ‘প্রেমের সমাধি’ সিনেমার পুরোনো সেই সংলাপ—‘চাচা হেনা কোথায়’ হঠাৎ ভাইরাল হওয়ার বিষয়টি নজর এড়ায়নি দুই তারকা বাপ্পারাজ ও শাবনাজের। দুজনই যদিও এখন অভিনয়ে অনিয়মিত। তবে পুরোনো কাজ নতুন করে ভাইরাল হওয়ার ব্যাপারে অভিনেত্রী শাবনাজ গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে জানান, এই ভিডিও ক্লিপ নিয়ে বেশ হাসাহাসি করেছেন তারা। ফেসবুক ব্যবহারের সময় এটি নজরে আসার পর তারা একে অপরকে পাঠিয়েছেনও।
শাবনাজ বলেন, বিষয়টি নিয়ে আমি ও বাপ্পারাজ ভাই দুজনই মজা পাচ্ছি। ভালো লাগছে এ কারণে যে, মানুষ সিনেমাটির কথা ফের মনে করেছে। নায়ক-নায়িকার আবেগ-অনুভূতির সঙ্গে নিজেরা সংযোগ করতে পারছেন। ওই সময় বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি। আবার প্রশংসিত হচ্ছে, যা একজন অভিনয়শিল্পী হিসেবে বড় পাওয়া।
এ অভিনেত্রী বলেন, সিনেমাটি মুক্তির পর দর্শকরা তা দেখে, তখন হয়তো সেটি হিট হয় বা আলোচিত হয়। তারপর মানুষ তা ভুলে যায়। কেননা, এত বছরে কত সিনেমা মুক্তি পেয়েছে, কত নতুন নতুন গল্প এসেছে, সবই নতুন― এরই মধ্যে ২৯ বছর আগের ওই সিনেমার কথা সবার ভুলে যাওয়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে পুরো গল্প নিয়ে, পুরোনো সংলাপ নিয়ে ফের চর্চা হচ্ছে। বিষয়টি সত্যিই ভালো লাগার।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে মুক্তি পায় ‘প্রেমের সমাধি’ সিনেমা। ওই সময় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। একই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ। এ সিনেমায় আরও ছিলেন অমিত হাসান, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন, গাংগুয়া, দিলদার প্রমুখ।
সূত্র: যুগান্তর