ভারতের জলাঙ্গী নদীর পানি আরও দ্রুত গতিতে মেহেরপুরে প্রবেশ করছে। এতে ভৈরবের পানি বৃদ্ধির সাথে সাথে নদের আশে পাশের বেশ কিছু ফসলের জমি পানির নিচে তলিয়ে গেছে। শোলমারী, শুভরাজপুর ও কুতুবপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব সমতল থাকায় এমনটি হচ্ছে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় জেলা কৃষি অফিসার আখতারুজ্জামান বলেন, আমরা উপজেলা কৃষি অফিসারকে পাঠিয়েছিলাম। শোলমারী দিয়ে ভারতের পানি প্রবেশ করছে। এই পানি ফসলের ক্ষতি না করে যাতে দ্রুত ভৈরব দিয়ে বয়ে যায় সে ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার সকাল থেকে ভারতের জলাঙ্গী নদীর পানি মেহেরপুরের শোলমারী দিয়ে প্রবেশ করছে।