করোনাভাইরাস সংক্রমণে ভারতে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৩৯৯ জন; যা একদিনে সর্বোচ্চ শনাক্ত।
এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ২১ লাখ ৫৩ হাজার ১০ জনে।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬১ জন কোভিড রোগী। করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৩৭৯।
এছাড়া এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ হাজার ৮৭৯ জন রোগী। মোট সুস্থ ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, গত পাঁচদিনে ভারতের একদিনে সংক্রমণ সর্বাধিক। দুদিনের হিসেবে ভারতে সংক্রমণ প্রায় এক লাখ। পরপর তিনদিন ৬০ হাজারের ওপর দৈনিক সংক্রমিত হয়েছে। শনিবার ৬১ হাজার একদিনে শনাক্ত হয়েছে।
তিন সপ্তাহে ভারতে ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ১৭ জুলাই সংক্রমিত ছিল ১০ লাখ। আর ৮ আগস্ট পর্যন্ত সংক্রমণ ২০ লাখের ওপর।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের বিচারে প্রথম পাঁচটি রাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।
মৃত্যুর নিরিখে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও পশ্চিমবঙ্গ। সুত্র-যুগান্তর