গাংনীর করমদি থেকে ১৫ কেজি রোপ্যসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, গাংনী উপজেলার চককল্যানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ (৩২) ও শওকত আলীর ছেলে রানা আহমেদ (৩৪)। এ ঘটনায় আরো একজন পলাতক রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে বামন্দী-তেঁতুলবাড়িয়া সড়কের করমদী মাঠপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্যাশন প্লাস মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইস্রাফিল হোসেন, টুআইসি এএসআই মাহাতাব আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভারতে রোপা পাচারের উদ্দ্যেশে একটি চক্র বামন্দী- তেঁতুলবাড়িয়া সড়ক হয়ে সীমান্তে যাচ্ছে এমন সংবাদে পুলিশের একটি টিম করমদী মাঠপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় মোটরসাইকেলে তিনজন ব্যক্তি পলিথিনে মোড়ানো রোপ্য সিট কাপড়ের (ত্যানা) মধ্যে করে বিশেষভাবে মুড়িয়ে নিয়ে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এসময় মোটরসাইকেল ফেলে একজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ কেজি রোপ্য সহ দুই পাচারকারীকে আটক করেন। উদ্ধারকৃত রোপ্য’র আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ।
এঘটনায় বিশেষ হ্মমতা আইনে মামলা দায়ের করে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্ততি চলছে।
গতকাল (২৮ সেপ্টেম্বর) মেহেরপুর শহর থেকে ৬ টি স্বর্ণের বারসহ এক নারীসহ দুজনকে আটক করেছিলো মেহেরপুর সদর থানা পুলিশ। একদিনের ব্যবধানে এই অভিযান।