কিছু ভালোবাসা অমর হয়ে
থাকে স্মৃতির পাতায়,
কিছু প্রেম ব্যার্থ হয়ে
থাকে শুধু চোখের পাতায়।
কিছু ভালোবাসা বেচেঁ থাকে
উপন্যাস হয়ে,
কিছু আবার থাকে বেচেঁ
কবিতা হয়ে।
গল্প উপন্যাস কবিতা
কারো চোখের জল
এসবই প্রেমের সফল।
ভালোবাসা ভুলা যায় না!
তাই বলে কি?
প্রেম না করলে
কবি হওয়া যায় না..৷