কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে।
শুক্রবার রাতে ভেড়ামারা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
তাদেরকে মাদক সেবন করা অবস্থায় গ্রেপ্তার করে ভেড়ামারা থানা পুলিশ।
শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) দীনেশ সরকার।
দন্ডপ্রাপ্তরা হলো ভেড়ামারা উপজেলার
ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মোঃ মাজেদুল ইসলাম (৩৫), মোঃ মিলন (৩২), মোঃ জনি (২৮), মোঃ রাসেল (২৬), ও মোঃ রাজিব হোসেন (২১)।
ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) দীনেশ সরকার জানান, মাদক সেবন করা অবস্থায় আটককৃতরা বিভিন্ন সময় মাদক সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করে। আটককৃত মোঃ মাজেদুল ইসলাম কে ৬ মাসের কারাদন্ড এবং অন্যান্য আসামিদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ( ভেড়ামারা সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত জানান, রাতে ভেড়ামারা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ৫ জনকে মাদক সেবন করা অবস্থায় গ্রেপ্তার করে তাদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। মাদকের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকেই ছাড় দেয়া হবে না। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।