ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে একই সঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন শারমিন বেগম নামে এক নারী।
বৃহস্পতিবার রাত ৮টায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি শিশুর জন্ম হয়েছে। শারমিনের স্বামীর নাম শাফিন আহমেদ এবং বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায়।
গাইনি ও সার্জন চিকিৎসক ইসরাত জাহান এ সফল অস্ত্রোপচার করেন। এই চার কন্যাই দম্পতির প্রথম সন্তান।
তবে মা ও তিন সন্তান সুস্থ থাকলেও আজ শুক্রবার সকালে একটি কন্যা মারা যায়।
জানা গেছে, শাফিনের সঙ্গে শারমিনের বিয়ে হয় বছর পাঁচেক আগে। শাফিন জানান, অনেক দিন চেষ্টার পর আমার স্ত্রী গর্ভবতী হয়েছেন। তবে একসঙ্গে চার মেয়েসন্তান হবে ভাবতে পারেনি।
‘আজ শুক্রবার সকালে এক সন্তান মারা গেলেও তিন সন্তান ও তার মা সুস্থ আছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার তিন মেয়ে যেন বেঁচে থাকে।’
স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শাফিন। ডা. ইসরাত বলেন, শারমিনের বিয়ের পর বারবার সন্তান নেয়ার চেষ্টা করে কিন্তু গর্ভে সন্তান এলেও নষ্ট হয়ে যায়। তার পর কয়েক বছর চিকিৎসা নিলে তিনি গর্ভবতী হন। পরে আলট্রাসনোগ্রাফ করলে দেখা যায় গর্ভে তিন সন্তান। গতকাল সিজারের পর চার সন্তান জন্ম হয়।
তিনি বলেন, অপারেশনের পর মা ও চার সন্তান সুস্থ আছে। তবে শিশুগুলোর ওজন কম থাকায় আজ সকালে একটি মারা গেছে।