ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর। প্রতিদিনই প্রায় পত্রিকার পাতায় দেখা মেলে ইন্ডিয়া হতে বাংলাদেশে আসার সময় বিজিবির হাতে সীমান্তে আটক। আর সেই আটককৃত মানুষগুলোর দায়িত্ব নিতে হয় দেখাশুনা করতে হয় স্থানীয় প্রশাসন কে।
করোনাকে ভয় না করে ভারত থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রেখে থাকা, খাওয়ার ব্যবস্থা সহ স্থানীয় করোনা রোগীদের বাড়ী বাড়ী গিয়ে খাবার ও ঔষধ পৌছে দিয়ে আসা দায়িত্বশীল একজন মহিয়সী নারী যোদ্ধা হলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল।
আজ এই সেবাব্রতী নারী অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল সহ ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলসহ ১৮ জনের করোনা পজেটিভ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, মাঝে দু’দিন আক্রান্তের সংখ্যা কম খাকলেও মঙ্গলবার ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলও রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আরো জানান, অসুস্থ অবস্থায় তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।